স্মার্টফোনভিত্তিক অ্যাপের মাধ্যমে পরিবহন সেবা প্রদানকারি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান উবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে।
বর্তমানে বিশ্বে ৪৫০টিরও বেশি শহরে উবার তাদের সেবা প্রদান করছে। এই অ্যাপ ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে ট্যাক্সি সেবা গ্রহণ করা সম্ভব। উবার ট্যাক্সি চালক এবং সেবাগ্রহীতার মধ্যে সম্পর্কস্থাপনকারী হিসেবে ভূমিকা পালন করে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উবার জানিয়েছে বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান ইতোমধ্যেই উবারের এই যাত্রায় সঙ্গী হয়েছেন। তিনি উবার ব্যবহার করে ট্যাক্সিতে চেপে কিছু সময় ঘুরে এসেছেন।
উবারের ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগেই চালকের তথ্য, গাড়ির লাইসেন্স নাম্বার ইত্যাদি তথ্য ব্যবহারকারীর কাছে পৌছে যাবে। পাশাপাশি চালক ঠিক কোথায় আছে তাও জানা সম্ভব। উবারের এই সেবা প্রদানে সহায়তা করছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীনফোন।
ঢাকায় কারপুলিং সেবায় উবার-ই প্রথম সংযোজন নয়। এরমাঝে তমা ট্যাক্সি, বিডিক্যাবজ, ওইখালি, পাঠাও, আমারবাইক, ও ট্যাক্সিওয়ালা অন্যতম। কারপুলিং ও রাইড শেয়ারিং বিষয়ে আগ্রহীরা ঢাকায় উবারের সেবা’র সফলতা বিষয়ে সন্দিহান, কারণ অসহনীয় জ্যামের শহর ঢাকায় গাড়ি স্বল্পতা মূল সমস্যা নয়। এছাড়া নিরাপত্তার সমস্যার বিষয়টি বেশ প্রকট।
উবারের সেবা গ্রহণের জন্য অ্যাপল স্টোর বা প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ফোন নাম্বার এবং ইমেইল ঠিকানা ব্যবহার করে সাইন আপ করতে হবে। গন্তব্য নির্বাচন করা হলে উবারের চালক দ্রুততম সময়ের মধ্যে ব্যবহারকারীর নিকট পৌছে যাবে। যাত্রা শেষে নগদে ভাড়া পরিশোধ করতে হবে।
যাত্রা শুরু উপলক্ষে নতুন গ্রাহকদের জন্য উবার বিশেষ অফার দিচ্ছে। উবারের প্রমোশনাল কোড UberBDLaunch
ব্যবহার করে ২৫০ টাকা পর্যন্ত ফ্রি রাইড উপভোগ করা যাবে। বিশেষ এই অফারটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।