comparative picture of most valued brand over last 10 years-প্রযুক্তি-কোম্পানির-উত্থান

বিগত ১০ বছরে দামি ব্রান্ডগুলোের তুলনামূলক চিত্র

মাত্র ১০ বছর আগেও বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় বিশালাকার তেল ও বহুজাতিক প্রতিষ্ঠান শীর্ষস্থানে ছিল । কিন্তু গত ১০ বছরে দুনিয়া অনেকখানিই বদলে গেছে। তথ্য-প্রযুক্তি যেন পুরো দুনিয়াকে নিজের হাতের মুঠোয় নিয়েছে। একের পর এক বিভিন্ন ইন্ডাস্ট্রির চেহারাই বদলে দিচ্ছে প্রযুক্তি।

গত ১০ বছর আগেও অস্তিত্ব ছিল না কিন্তু বর্তমানে আমাদের জীবনকে আমূল বদলে দিয়েছে এমন একটি পণ্য হলো স্মার্টফোন। আমাদের জীবন যাপন, যোগাযোগ, আর কেনাকটা সবকিছুই বদলে দিচ্ছে ছোট এই ডিভাইসটি। ফেসবুকের মতো পরিসেবা আমাদের সামাজিকতাকে বদলে দিচ্ছে। বদলে যাচ্ছে কিভাবে আমরা বন্ধুদের সাথে যোগাযোগ করি, কিভাবে বিজ্ঞাপন দেয়া হবে, কিভাবে আমরা কেনাকাটা করবো। তথ্য-প্রযুক্তির কারণে গাড়ি, বিদ্যুত, যোগাযোগ ব্যবস্থা সবকিছুই বদলে যাচ্ছে এবং সামনে আরো বড় ধরনের পরিবর্তন আমাদের জন্য অপেক্ষা করছে।

নতুন নতুন প্রযুক্তি ভিত্তিক কোম্পানি আমাদের জীবন বদলে দেয়ার মাঝেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্বের দামী কোম্পানির শীর্ষ সব কোম্পানিগুলোই এখন তথ্য-প্রযুক্তি ভিত্তিক ব্যবসায়। পাবলিক ও প্রাইভেট দুই ধরনের বিনিয়োগ বাজারে সবার পছন্দের তালিকার শীর্ষে এই ধরনের কোম্পানিগুলো। এবছরের আগস্ট মাসের তথ্যানুসারে, বিশ্বের সবচেয়ে দামি ৪টি কোম্পানিই প্রযুক্তি ভিত্তিক।

এটা যে পুরো দুনিয়ার ব্যবস্থাপনায় একটা বড় রকমের পরিবর্তন, সেটা বলার অপেক্ষা রাখেনা। উদ্ভাবন ও সেটা বড় আকারে ছড়িয়ে দেয়ার মাধ্যমে প্রযুক্তি-কোম্পানিগুলো আমদের চেনাজানা দুনিয়াকে আরো বদলে দেবে ভবিষ্যতে।