প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের একটা আলাদা সত্তা বা অস্তিত্ব থাকে। কিছু কাজ তার অস্তিত্বকে মহিমান্বিত করে । একিভাবে কিছু কাজ তার অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিতে পারে। ঠেলে দিতে পারে অবধারিত অবসানের দিকে। সেরকম কিছু কাজ এখানে দেয়া হলো-
১. পর্যাপ্তভাবে বাজারকে ফোকাস না করা, কাস্টমারের ভালো-মন্দ বিচার না করে সিদ্ধান্ত নেয়া।
২.কোম্পানির টার্গেট মার্কেট কারা- এটা পুরোপুরি বুঝে উঠতে না পারা
৩.প্রতিযোগিদের সঠিকভাবে চিহ্নিত এবং মনিটর করতে না পারা
৪. কোম্পানির সাথে স্বার্থ-সংশ্লিষ্টদের ( মালিক, সাপ্লায়ার, কাস্টমার,মিডিয়া) সাথে ভালো সম্পর্ক না রাখা
৫.নতুন নতুন ব্যবসায়িক সুযোগ খুঁজে বের করতে না পারা
৬. ত্রুটিপূর্ণ পরিকল্পনা এবং পরিকল্পনা পদ্ধতি অনুসরণ করা
৭. দুর্বল প্রোডাক্ট এবং সার্ভিস পলিসি প্রনয়ণ করা
৮. ব্র্যান্ড তৈরি এবং কমিউনিকেশনে দক্ষ না হওয়া
৯. কার্যকর এবং দক্ষভাবে বিপণন করার জন্য যথেষ্ট সংগঠিত থাকতে না পারা
১০. প্রয়োজনীয় ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে না পারা
কৃতজ্ঞতাঃ ফিলিপ কটলার